Sunday, 14 June 2020

BIG BREAKING: বলিউড স্টার সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যা!


ইরফান খান , ঋষি কাপুরের ক্ষত মানুষের মনে এখনো দগ্ধ তার মধ্যেই  আরো একবার অবিশ্বাস্য ঘটনা  মাত্র ৩৪ বছর বয়সে আত্মহত্যা করলেন সুশান্ত সিং রাজপুত।  কেরিয়ারের শীর্ষে থেকেও কেন আত্মহননের পথ বেছে নিলেন সুশান্ত তা নিয়ে হয়রান গোটা ইন্ডাস্ট্রি। এম এস ধোনি দ্য আনটোল্ড স্টোরি খ্যাত অভিনেতার আত্মহত্যার খবর  নিশ্চিত করেছেন তাঁর কর্মীরা।

সূত্রের খবর অনুযায়ী জানা গিয়েছে, রবিবার সকালে সুশান্তের বাড়ির পরিচারক পুলিশকে খবর দেন। কখন,কোন সময় এই ঘটনা ঘটেছে সেই নিয়ে এখন কোনও তথ্য মেলেনি। এদিন মুম্বাইয়ের বান্দ্রার ফ্ল্যাটে গলায় ফাঁস লাগানো অবস্থায় উদ্ধার হয়েছে সুশান্তের দেহ।  ইতিমধ্যেই মুম্বাইয়ের  সেই ফ্ল্যাট পুলিশি নিরাপত্তা বলয়ে মোড়া।

সোমবারই সুশান্তের প্রাক্তন ম্যানেজার দিশা সালিয়ানের রহস্য মৃত্যুর খবর সামনে এসেছিল। প্রাথমিক তদন্তে দিশাও আত্মহত্যায় করেছে বলে জানিয়েছে পুলিশ।প্রাক্তন ম্যানেজারের মৃত্যুর খবরে শুনে মঙ্গলবার  সুশান্ত সিং রাজপুত ইনস্টাগ্রামে লেখেন 'অত্যন্ত দুর্ভাগ্যজনক একটা খবর। দিশার পরিবার ও বন্ধুদের প্রতি জানাই গভীর সমবেদনা। তোমার আত্মার শান্তি কামনা করি'। এর চারদিনের মাথায় নিজেই আত্মহনেনে পথ কেন বাছলেন সুশান্ত? উত্তর মিলছে না।

Friday, 12 June 2020

Monsoon is expected to hit the Bengal


আক্রান্তর নিরিখে ব্রিটেনকে ছাড়িয়ে গেল ভারত,২৪ ঘন্টায় আক্রান্ত ১০৯৫৬

চলছে আনলক ওয়ান তার মধ্যেই করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে।২৪ ঘন্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছে ১০৯৫৬ জন। স্পেন, ইতালি কে টপকে গিয়েছিল আগেই এবার ব্রিটেনকে টপকে গেল ভারত।ব্রিটেনে মোট করোনা আক্রান্তের সংখ্যা প্রায় দু লক্ষ ৯৬ হাজার।ভারতে মোট আক্রান্ত দু’লক্ষ ৯৭ হাজার ৫৩৫ জন এমনটাই কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী এর তথ্য অনুযায়ী খবর। আক্রান্তের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বাড়ছে পশ্চিমবঙ্গেও। গত ২৪ ঘন্টায় নতুন করে ৪৪০ জন আক্রান্ত হয়েছে। এনিয়ে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা হল ৯৭৬৭। লাফিয়ে লাফিয়ে যেভাবে আক্রান্তের সংখ্যা বাড়ছে তার পাশাপাশি সুস্থ হয়ে উঠছেন আক্রান্তরা।

পঞ্চমবার প্রধানমন্ত্রী হওয়ার অভিনন্দন জানিয়ে করোনায় বিরুদ্ধে এক হলেন নেতানিয়াহু এবং নরেন্দ্র মোদি