Friday, 12 June 2020

পঞ্চমবার প্রধানমন্ত্রী হওয়ার অভিনন্দন জানিয়ে করোনায় বিরুদ্ধে এক হলেন নেতানিয়াহু এবং নরেন্দ্র মোদি


ইজরায়েলের প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহুর পঞ্চমবার প্রধানমন্ত্রী হিসেবে রেকর্ড গড়ায় তাকে আন্তরিক অভিনন্দন এবং ভারতে আসার আমন্ত্রণ জানালেন ভারাতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দৃঢ় হচ্ছে ভারত-ইজরায়েল সম্পর্ক।
ভারতে মহামারীর প্রকোপ প্রতিদিন আরও বেশি করে প্রসারিত হচ্ছে। প্রত্যেক দিন ৯ হাজার মানুষ আক্রান্ত হচ্ছেন এবং ইতিমধ্যে ভারতে আক্রান্তের সংখ্যা ৮৫ হাজারের বেশি হয়ে দাঁড়িয়েছে।
তথ্যের জন্য কোভিড ১৯ সংক্রান্ত বিষয় নিয়ে এবং এই মারণ ভাইরাসের সঙ্গে লড়াই নিয়ে ভারতের প্রধানমন্ত্রী আলোচনা করেছেন ইজরায়েলের প্রধানমন্ত্রীর সঙ্গে। মোদি জি টুইট করে বলেছেন আসন্ন সময়ে ভারত এবং ইজরায়েল সম্পর্ক আরও দৃঢ় হবে। পি টি আই সূত্রে জানা যায়, জেরুজালেমে নেতানিয়াহুর উপদেষ্টা বলেছেন যে করোনার বিরুদ্ধে এই দুই নেতা সহযোগিতার হাত বাড়িয়ে মহামারী রুখতে এক হবেন।